সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led05বন্দর

অপহরণের অভিযোগে নারী আটক, শিশু উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ৯ মাস বয়সী এক শিশু অপহরণের অভিযোগে সেতেরা বেগম (৪২) নামের এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শিশুটির নাম আবু বক্কর, সে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার রিয়াদ মিয়ার ছেলে। আটক সেতেরা বেগম বন্দর থানার কলাবাগ খালপাড় এলাকার আব্দুর রহমান মিয়ার মেয়ে এবং জাহাঙ্গীর আলমের স্ত্রী।

শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পুরান বন্দরের চৌধুরীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা মুক্তা বেগম যখন ঘরের কাজ করছিলেন, তখন সেতেরা বেগম কৌশলে ঘরে ঢুকে শিশুটিকে অপহরণের চেষ্টা চালায়। শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মুক্তা বেগম তাকে বাধা দেন। এ সময় সেতেরা মুক্তাকে কামড় দিয়ে রক্তাক্ত করে শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করলে মুক্তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং সেতেরাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতেরা বেগমকে গ্রেপ্তার করে।

রোববার (১৭ আগস্ট) সকালে শিশুটির নানী রাজেদা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সেতেরার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই আসামিকে আদালতে প্রেরণ করেছে।

RSS
Follow by Email