অপরাধীরা যখন আইনের শাসনকে দুর্বল মনে করে, দুঃসাহসী হয়ে ওঠে: মাও. দ্বীন ইসলাম
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে, বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৫ মার্চ)ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে, ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা শাখার সভাপতি সাইদুল ইসলাম সিয়াম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
প্রধান অতিথি মাওলানা দ্বীন ইসলাম বলেন, শিশু আছিয়ার হত্যাকাণ্ড আমাদের স্মরণ করিয়ে দেয় যে, কঠোর আইন থাকা সত্ত্বেও বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক অবক্ষয়ের কারণে ধর্ষণের মতো নৃশংস ঘটনা বারবার ঘটছে। অপরাধীরা যখন আইনের শাসনকে দুর্বল মনে করে, তখন তারা দুঃসাহসী হয়ে ওঠে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
সভাপতি সাইদুল ইসলাম সিয়াম বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনা বাড়লেও বিচার দেখা যায় না। ধর্ষিতারা তিলে তিলে শেষ হয়ে যায়, সমাজে মুখ দেখাতে পারে না। তাই সময় নষ্ট না করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম। এছাড়া বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক তাশফি মাহমুদ সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।