শনিবার, জুলাই ১২, ২০২৫
Led03রাজনীতি

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা বাস্তবে পরিলক্ষিত হয়নি: যুব ফেডারেশন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই অভ্যুত্থান থেকে ১ বছর: বেকারত্ব ও যুব সমস্যা–অবহেলা থেকে উত্তরণ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জেলা কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় দেশের অন্যতম প্রধান এই সংকট নিয়ে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং জেলা সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সহ-আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব ফেডারেশনের যুগ্ম সদস্য সচিব আর.এইচ. পলাশ। আলোচনা সভার সূচনা বক্তব্য (উত্থাপনা) উপস্থাপন করেন জেলা যুব ফেডারেশনের মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল।

আলোচনায় বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রীয় ব্যর্থতা ও জনগণের বিক্ষোভের ফলাফল। এর এক বছর পরও দেশের অন্যতম প্রধান সংকট—বেকারত্ব ও যুব সমস্যা—অবহেলিতই থেকে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল এই বিষয়ে কার্যকর পদক্ষেপ, কিন্তু বাস্তবে তেমন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।” তারা আরও উল্লেখ করেন যে, বেকারত্বের হার ক্রমাগত বাড়ছে এবং যুবকদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নারায়ণগঞ্জ মহানগর গণসংহতির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম আল জাহিদ, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব সহ আরও অনেকে। বক্তারা সরকারের কাছে বেকারত্ব নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।

RSS
Follow by Email