অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী, সংস্কার করে নির্বাচন দেয়া হউক: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা দেশের মানুষের সম্পদ লুন্ঠন করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আর মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। গত ১৭ বছর এদেশের জনগণ তাদের মনের মত জনপ্রতিনিধিদের ভোট দিতে পারেনি। উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকেলে ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবী দেশের সংস্কার করে তারপর নির্বাচন দেয়া হউক। তবে অতিরিক্ত সময় নিয়ে নয়। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আপনারা যেভাবে চাবেন আমরা সেই ভাবে দেশ গঠন করে দিব।
তিনি বলেন, অতীতের আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি নষ্ট করে দিয়েছে। যার আজ আমাদের রিজার্ভ নেই, সাধারণ মানুষের কাছে অর্থ নেই। তাছাড়া আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। পরিশেষে আপনাদের এলাকায় সকল ভালো মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করার আহবান জানাই। সেই ব্যক্তি যে দলের হউক যদি সে ভালো মানুষ হয় তবে তার পাশে থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করবেন।