অন্তর্বর্তীকালীন সরকারকে টিপু ‘গণতন্ত্রকে হত্যা করবেন না’
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বর্তমান সরকারকে বলতে চাই, গত ১৬ বছর শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানবাধিকার কেড়ে নিয়েও টিকে থাকতে পারে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট খুনি হাসিনার পতন হয়েছে। সেই থেকে অর্ন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা এমন কোন ফ্যাসিস্ট আচরণ করবেন না, গণতন্ত্রকে হত্যা করবেন না। ক্ষমতায় থেকে বৈষম্য মূলক কোন আচরণ করবেন না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মেট্রোহল এলাকায় জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আপনারা যদি কোন বৈষম্য মূলক আচরণ করেন তাহলে আমরা, আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধ হবে। বাংলাদেশকে ফ্যাসিস্ট থেকে মুক্তি করতে আরেকটি মুক্তিযুদ্ধ হবে। এই যুদ্ধে আপনারা সবাই অতীতের মতো রাজপথে থাকবেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।