শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04রাজনীতি

অন্তর্বতীকালীন সরকারকে আজাদ ‘জনগণ ক্ষেপে যাওয়ার আগেই নির্বাচন দিন’

লাইভ নারায়ণগঞ্জ: ‘সবাই নির্বাচন চায়। গণতান্ত্রিক নির্বাচন চায়। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অচিরেই নির্বাচনে রূপরেখা ঘোষণা করুন এবং নির্বাচনে কাজ শুরু করুন। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। জনগণ ক্ষেপে যাওয়ার আগেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন এবং নির্বাচনের ব্যাবস্থা করুন।’

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানে আজাদ বলেন, আপনারা জানেন বিগত দিনে তারা কীভাবে অত্যাচার করেছে। আমজাদ হত্যাকান্ডে আমাকে আসামি করা হয়েছে। এমন একজন ব্যাক্তিকে হত্যাকে আমাকে ফাঁসিয়ে দিল, বিএনপিকে ফাঁসিয়ে দিল। ভাই ভাতিজাদের নিয়ে সাবেক এমপি বাবুর সাথে দাঁড়িয়ে মানববন্ধন করেছিল। আমার ফাঁসি চেয়েছিল। কোন চাঁদাবাজি, লুটপাট করা যাবে না। মানুষের উপর অত্যাচার করা যাবে না। বাবু মৌজা ব্লক করে দিয়েছিল কাদের জন্য এটা আপনারা জানেন। এই দুপ্তারা ইউনিয়নেই করা হয়েছে। আমি কী ভুল বলেছি। মৌজা ব্লক করে রেজিস্ট্রার করা হয়েছে। নির্দিষ্ট দামের চেয়ে কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে।

তিনি বলেন, আপনাদের আপাই পালিয়ে গেছে, ফাঁসি কে দিবে। যারা অন্যায় করেছেন রেডী হন। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছেন তাদেরই ফাঁসি হবে। আপনারা জুলুম করবেন না। জননেতা তারেক রহমান আমাদের এ শিক্ষা দেয়নি। তারেক রহমান আমাদের সত্যের পক্ষে চলার শিক্ষা দিয়েছেন। আমরা কোন অন্যায় করবো না অন্যায়কে প্রশ্রয়ও দেবো না।

তিনি আরও বলেন, আড়াইহাজারে যেন নজরুল ইসলাম বাবুর মত লোক তৈরি না হয়। আপনারা এ ধরনের অন্যায় করবেন না। নয়ত আমি কিন্তু আপনাদের চিনবো না। এমন কাজ করা যাবে না যার জন্য বিএনপির সম্মান নষ্ট হয়। এমন কাজ করতে হবে যেন তারেক রহমানের সুন্দর বাংলাদেশ গড়ার পথ সুগম হয়।

RSS
Follow by Email