বুধবার, জুলাই ১৬, ২০২৫
সাহিত্য

অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

লাইভ নারায়ণগঞ্জ: মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। ত্বকী মঞ্চের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দশ জনকে দেওয়া হবে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকছে বিশেষ বই, ক্রেস্ট ও সার্টিফিকেট। প্রথম স্থান অধিকারীকে দেওয়া হবে ‘ত্বকী পদক ২০২৫’। বিজয়ী প্রথম দশটি লেখা ও চিত্রকর্ম নিয়ে প্রকাশ করা হবে স্মারকগ্রন্থ ‘ত্বকী’।

রচনা প্রতিযোগিতার বিভাগ ও বিষয়: ‘ক’ বিভাগ (৫ম–৭ম শ্রেণি): ‘স্বপ্নের স্বদেশ’ (৩০০ শব্দের মধ্যে) ‘খ’ বিভাগ (৮ম–১০ম শ্রেণি): ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান’ (৬০০ শব্দের মধ্যে) ‘গ’ বিভাগ (কলেজ ও বিশ্ববিদ্যালয়): ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (১৫০০ শব্দের মধ্যে)

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় : ‘ক’ বিভাগ (শিশু–৩য় শ্রেণি): বিষয় উন্মুক্ত ‘খ’ বিভাগ (৪র্থ–৬ষ্ঠ শ্রেণি): বিষয় উন্মুক্ত ‘গ’ বিভাগ (৭ম–১০ম শ্রেণি): ‘ত্বকীর একটি ছবি আঁক’

চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত, তবে কার্টিজ পেপারের ১০x১৫ ইঞ্চি (চার ভাগের এক ভাগ) সাইজে আঁকা বাধ্যতামূলক। প্রতিটি চিত্রকর্মের পেছনে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।

লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠাতে হবে ১০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে। খামের ওপর স্পষ্ট অক্ষরে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর উল্লেখ করতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা:
একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৫
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস.কে. রোড, নারায়ণগঞ্জ।
যোগাযোগ: ০১৭১১৬৯৩৭৫৭, ০১৪০৮৭০৭৭৬৭
ই-মেইল: tokimoncho@gmail.com

RSS
Follow by Email