বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led04জেলাজুড়ে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

লাইভ নারায়নগঞ্জ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার। বুধবার (৭ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেয়া এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত,গত রোববার (৪ আগস্ট) ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়।

RSS
Follow by Email