শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
শিক্ষা

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময় সূচি পরিবর্তন

লাইভ নারায়ণগঞ্জ: ২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবারের (২০ জুলাই) অনিবার্য কারণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি জানানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২০ জুলাইয়ের বিএ বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা এবং বিএসএস রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও অর্থনীতির পরীক্ষা ২ আগস্ট অনুষ্ঠিত হবে।

তবে, অন্যদিনের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

RSS
Follow by Email