অধিক আগ্রহে দেশের মানুষ বসে আছে, কখন তারেক রহমান ফিরবেন: রওশন
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতান পাড়া ক্যানাল পাড় এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি অলীউল্লাহ হওলাদার, যুগ্ম-সম্পাদক হাজী মফিজুল হক, সদস্য রোমান, নুর আলম, চাঁন বাদশা, ফজলে রাব্বি, মনির হোসেন, মোহাম্মদ সেলিম, নুর উদ্দিন ঈদগা জামে মসজিদের ইমামসহ ১নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম,খতিব ও মুসল্লিরা।
রওশন আলী বলেন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থতা দান করেন। দেশ ও দেশের জনগণের কল্যাণে আমদেরকে রাজনীতি করতে হবে। অধিক আগ্রহ করে দেশের মানুষ বসে আছে কখন আমাদের প্রেনপ্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে ফিরবেন, দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। আপনারা আমাদের প্রেনপ্রিয় নেতা জনাব তারেক রহমান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য দোয়া করবেন আল্লাহতালা তাদের কে যেন সুস্থ রাখে ভালো রাখে।