অতীতে দেখেছি বারবার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: মাওলানা মঈনুদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: আদর্শ জাতি গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, অতীতের দুর্নীতি ও চারিত্রিক অবক্ষয় কাটিয়ে উন্নত জাতি গঠনের জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলা জামায়াতের উদ্যোগে সম্মানিত শিক্ষকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার বক্তব্যে বিগত দিনগুলোর পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, “অতীতে জাতি হিসেবে আমরা দেখেছি, রাষ্ট্র দুর্নীতিপরায়ন, অসৎ হয়ে গিয়েছিল, যার কারণে বারবার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।”
তিনি আরও বলেন, এই দুর্নীতি ও অসততার ফলে দেশ উন্নতি থেকে পিছিয়ে পড়েছে এবং জাতির চারিত্রিক অবক্ষয় ঘটেছে।
তিনি জোর দিয়ে বলেন, “জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে উন্নত জাতি গঠনের বিকল্প নেই। আর উন্নত আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।”
বন্দর উপজেলা জামায়াতের আমীর খোরশেদ আলম ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. আলী আশরাফ ও আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মাওলানা ওমর ফারুক।