শনিবার, জুলাই ১৯, ২০২৫
Led02আদালত

অতিরিক্ত মূল্যে নেবুলাইজার মাস্ক, ইউনিটি হসপিটাল ফার্মেসিতে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: অতিরিক্ত মূল্যে নেবুলাইজার মাস্ক বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে ইউনিটি হসপিটাল ফার্মেসিকে ওই জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে দেখা যায়, ইউনিটি হসপিটাল ফার্মেসিটি ৬৫ টাকা এমআরপি মূল্যের নেবুলাইজার মাস্ক ১২০ টাকায় বিক্রি করছে। এছাড়াও, Z-LIDOCAINE Plus নামক স্থানীয়ভাবে ব্যবহৃত একটি অনুভূতি-নাশক (লোকাল অ্যানেস্থেটিক) ওষুধের মূল্য মার্কার দিয়ে মুছে ফেলা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ওষুধটি অধিক মূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত তদন্তে এই অনিয়মগুলো প্রমাণিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন গ্রাহকরা ন্যায্য এমআরপি মূল্যে ঔষধ, সার্জিক্যাল আইটেম এবং লোকাল অ্যানেস্থেটিক ঔষধ ক্রয় করতে পারে। তিনি আরও বলেন, জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

RSS
Follow by Email