শুক্রবার, মে ৩০, ২০২৫
Led05রাজনীতি

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে কতৃপক্ষকে সজাগ হতে হবে: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, গত মার্চ ও এপ্রিল মাসে সকল গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি এসেছে বলে অভিযোগ করেছেন। এসব ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। খোঁজ নিলে দেখা যাবে অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে যেখানে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল ফাঁকি দিচ্ছে। সেগুলো যথাযথভাবে তদন্ত সাপেক্ষে সংযোগ বিচ্ছিন্ন বা বিলের আওতায় আনলে বিদ্যুৎ খাত লাভবান হবে।

বুধবার (২৮ মে) বাদ মাগরিব নগর কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, বামুক সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব রহিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় তিনি আরও বলেন, ঈদুল আযহা উপলক্ষে শহরে গরুর হাট বসবে। সেখানে কোন দুষ্কৃতিকারী, চাঁদাবাজ যেন কাউকে হয়রানি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার জন্য আহবান জানান।

RSS
Follow by Email