অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ‘খারাপকে আইনের আওতায় আনতে সহযোগিতা করুন’
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে থানার ১০টি ইউনিয়নের ৯৬ জন গ্রাম পুলিশকে নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) থানার অফিসার ইনচার্জের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গ্রাম পুলিশদের চুরি, ডাকাতি, ছিনতাই ও দস্যুতার মতো অপরাধ দমনে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সকাল ১১টায় আড়াইহাজার থানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (“গ” সার্কেল) মো. মেহেদী ইসলাম। সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী তাঁর বক্তব্যে গ্রাম পুলিশদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গ্রাম পুলিশ গ্রামের মানুষের হাঁড়ির খবর জানেন। কে ভালো, কে মন্দ, কারা মাদক কারবারি, মাদকসেবী, জুয়ারী বা ডাকাতি কাজে জড়িত—তা গ্রাম পুলিশের সদস্যরা খুব ভালোভাবেই জানেন।”
তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান, এসব অপরাধী বা খারাপ মানুষকে আইনের আওতায় আনতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অপরাধী যত খারাপই হোক না কেন, তাকে “মব ভায়োলেন্স” বা গণপিটুনির মাধ্যমে শাস্তি না দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করতে হবে।
সভা চলাকালীন গ্রাম পুলিশের সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি তাদের এসব সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুদ্দিন সহ সকল বিট অফিসার উপস্থিত ছিলেন।