অটো প্রমোশন পেয়ে শিক্ষা থেকে শিক্ষার্থীরা দূরে সরে গেছে: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বিগত ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার আমলে অটো প্রমোশন পেয়ে শিক্ষা থেকে শিক্ষার্থীরা দূরে সরে গেছে। যার ফলে এলাকায় যুবসমাজ মাদকে আসক্ত হয়ে গেছে। খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৭ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্ট (সিজন—১) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রাব্বানী নগর যুব—কিশোর সংঘের আয়োজনে খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনটির সভাপতি মোঃ শেফাউল্লাহ সরকার সেপুর সার্বিক তত্ত্বাবধানে বিশিষ্ট সমাজসেবক হাজী শাহানুর হোসেন শুক্কুরের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য গোলাম কাউছারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ— সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ—সভাপতি জিএম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ—সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মাসুদুজ্জামান মন্টু, থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ আলী, বিশিষ্ট সমাজ সেবক দুলাল মিয়া, এডভোকেট মোনতাজিম বিল্লাল, মোঃ হায়দার সোনি, হাশেম গাজী, শাহজালাল মিয়া, সোহাগ আলী, ইঞ্জিনিয়ার সিরাজ হোসেন ও জামান বক্স প্রমূখ।