অটোরিকশা চুরির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অটোরিকশা চুরির প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে তিনি মারা যান।
নিহত যুবকের নাম ইমন মিয়া (২৪)। সে আড়াইহাজার উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রোববার রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় এ ঘটনা ঘটে। এর সূত্রপাত হয় ব্যাটারিচালিত চোরাই অটোরিকশা নিয়ে।
জানা গেছে, অটোরিকশা চুরির প্রতিবাদ করায় চোরাই অটোরিকশা ব্যবসায়ী ইমরান মিয়ার সাথে নিহত ইমনের প্রথমে বাকবিতণ্ডা হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এর জের ধরে ওই দিন রাতেই ইমরানের সহযোগী কিশোর গ্যাং লিডার গোলাম মোরশেদসহ তাদের দলবল ধারালো অস্ত্র দিয়ে ইমনকে এলোপাতাড়ি কোপায়। এতে ইমন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইমন মারুয়াদী এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।