শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led05জেলাজুড়েসদর

৫ম দিনেও তৃষ্ণার্থদের পাশে টিম খোরশেদ

লাইভ নারায়ণগঞ্জ: তীব্র চলমান তাপদাহে ৫ম দিনের মতো নগরীতে তৃষ্ণার্থদের মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ ও টেলিমেডিসিন সেবা দিয়েছে টিম খোরশেদ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে নগরীর চাষাঢ়া শহীদ মিনার, জিয়া হল, পুরাতন কোর্ট মোড়, কালীর বাজার, ১নং রেলগেট এলাকায় এ সেবামূলক কর্মসূচি প্রদান করা হয়। জানা যায়, গত পাঁচ দিনের এই সেবায় প্রায় ১০,০০০ লোক পানি পান করিয়েছেন টিম খোরশেদ।

এ বিষয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানায়, যতদিন তাপদাহ থাকবে ততদিন আমাদের সেবাও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পানি বিতরণের পাশাপশি টেলি মেডিসিন সেবা চালু করা হয়েছে। টিম খোরশেদের একজন সদস্য ও ডাঃ ফারজানা ইয়াসমিন স্নিগ্ধা নিয়মিত সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত তাপদাহ ও হিটস্ট্রোক সংক্রান্ত প্রাথমিক পরামর্শের জন্য ফ্রী টেলিমেডিসিন সেবা দিবেন।

RSS
Follow by Email