বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Led02রাজনীতি

২০১৩-১৪’র মতো মানুষ হত্যা করতে চাইলে খবর আছে: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘জনগন হচ্ছে রাজা। তারা আমাদেরকে বানিয়েছেন। ওই রাজারা আমাদের বানান; আমরা কেউ তাদের লুন্ঠন করে, কেউ সেবা করে। শেখ হাসিনা বাংলাদেশের ৫০ লাখ মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন। কেউ হাওয়া ভবন করে লুটপাট করে সব খেয়ে ফেলেছেন। এখনকার জেনারেশন জানে, যে কার হাতে দেশ সেইফ আছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান নির্বাচন চায় না, বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতে চাইলেও তারা বলবেন না। তারেক রহমান চায় বিদেশিদের স্বার্থ রক্ষার্থে দেশে একটি এনার্কি তৈরি করতে। পদলেহনকারী কাউকে ক্ষমতায় বসিয়ে ওই বিদেশিদের স্বার্থ রক্ষা করতে চায়। ওনারা ২০১৩-১৪’র মতো যদি মানুষ হত্যা করতে চায়, তাহলে তাদের খবর আছে।’

তিনি আরও বলেন, ‘কেউ হাওয়া ভবন করে সব লুটপাট করে খেয়ে ফেলেছে। ওনারা (বিএনপি) দুইটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বয়কট করার পর, নারায়ণগঞ্জে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সময় টিভি ও একাত্তর টিভির সাংবাদিকদের রাস্তায় ফেলে এমন ভাবে পিটিয়েছে যেটার কল্পনা আমরা করিনি।’

তিনি বলেন, আমার মনে হয় আমরা গোলামের জাত ছিলাম, এবং এখনো আছি কিছুটা। কেননা তারা আমাদের উপর দুইশত বছর শাসন করেছে। এখনও যদি খুজে দেখেন কিছু মানুষের মধ্যে তো সেই গোলামির রক্ত পাওয়া যাবেই। কারণ বিদেশিদের কথায় এত আস্থা। আমরা তো স্বাধীন রাষ্ট্র।

বেসরকারী এক টেলিভিশনের টক-শোতে অংশ নিয়ে শামীম ওসমান এসব কথা বলেন।

RSS
Follow by Email