বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Led03ধর্মরাজনীতি

হামলার ঘটনায় মাও. ফেরদৌসুরকে আসামি করে অভিযোগ দায়ের

লাইভ নারায়ণগঞ্জ: খেলাফত মজলিসের নেতা মো. জাহিদ হাসানের ওপর হামলা ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে হামলায় গুরুতর আহত জাহিদ নিজে বাদী হয়ে, মাওলানা ফেরদৌসুর রহমানকে প্রধান আসামি করে আরও ২৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নজরুল ইসলাম।

মামলায় ফেরদৌসুর রহমান (৪৫), মীর আহমদ উল্লাহ (৩৬), মুফতি হরুন উর রশিদ (৪২), কামাল উদ্দিন দায়েমীসহ (৪৫) নয় জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে শহীদ মিনারের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একদল দুর্বৃত্ত জাহিদের ওপর হামলা চালায়। এসময় হামলা থেকে বাঁচতে দৌড় দিলে তার পিছু নেয় হামলাকারীরা। পরে চাষাঢ়া বালুরমাঠ এলাকার পপুলার হসপিটালের তৃতীয় তলায় আশ্রয় নেন জাহিদ। পরে হামলার খবর পেয়ে পপুলার হসপিটাল থেকে জাহিদকে উদ্ধার করে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায় খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

RSS
Follow by Email