বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
ফতুল্লা

হাফেজ সিয়াম নিখোঁজ

লাইভ নারায়ণগঞ্জ: হাফেজ আববারুল হক সিয়াম (১৫) ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। গেন্ডারিয়া ফরিদাবাদ মাদরাসা থেকে ফতুল্লায় আসার পথে গত ১৭ সেপ্টেম্বর নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ আববারুল হকের পিতা হাফেজ মাওলানা আঃ মান্নান গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

নিখোঁজ হাফেজ সিয়ামের বাবা জানায়, আমার ছেলে আবরারুল হক সিয়াম, বয়স ১৫, উচ্চতা ৫’৭” গায়ের রং কালো! জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা, ফরিদাবাদ এর ছাত্র। সে গত ১৭ সেপ্টেম্বর মাদরাসা থেকে ফতুল্লার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৬০১২৭৭০২৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

এদিকে, একমাত্র পুত্র নিখোঁজ হওয়ার খবরে মা পাগলপ্রায়। অসুস্থ হয়ে বিছানায় শয্যাসায়ী।

RSS
Follow by Email