বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led02রাজনীতি

হরতালে নাশকতা এড়াতে ট্রেন চলাচলে কড়া নিরাপত্তা

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আর এজন্য যে কোন নাশকতা এড়াতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচলে কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ। তল্লাশি করা হচ্ছে প্রতিটি যাত্রীর মালামাল।

রোববার (১৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে যথা সময়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। নাশকতা এড়াতে রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়েছে পুলিশ। এ সময় প্রতিটি বগিতে রেলওয়ে পুলিশ যাত্রীদের মালামাল তল্লাশি চালায়।

এ বিষয়ে রেলওয়ের পুলিশের উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, ‘ভোর থেকে স্টেশনে আগত প্রতিটি যাত্রীর মালামাল তল্লাশি করা হচ্ছে। ট্রেনের বগিতেও কোনো নাশকতা সরঞ্জাম বহন করতে না পারে সেগুলো নজর রাখা হচ্ছে।’

এদিকে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল-অবরোধে সকাল থেকে সিডিউলের নিয়মে স্বাভাবিক ট্রেন চলাচল করছে বলে জানান নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম।

RSS
Follow by Email