বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েফতুল্লারাজনীতি

হরতালে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ফতুল্লার এনায়েতনগরে মিছিল করে নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীনের নির্দেশনায় নেতাকমীরা মিছিল করে। এসময় ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ’, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি’জানায় নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ভোর থেকে সারাদেশে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করছে বিএনপিসহ সমমানা রাজনৈতিক দলগুলো। এর আগে কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে। গত সোমবার (১৮ ডিসেম্বর) এ কর্মসূচি পালনের কথা থাকলেও কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সন্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেওয়া হয়।

RSS
Follow by Email