বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
জেলাজুড়েসদর

হকার-যানজট নিরসনে জনপ্রতিনিধি ও প্রশাসনের বৈঠক

লাইভ নারায়ণগঞ্জ: নাগরিক সমস্যা সমাধানে আবারও বৈঠকে বসছে জনপ্রতিনিধি ও প্রশাসন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিবেন জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বৈঠকে যানজট, হকার সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় বসবেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি নগর সমস্যা সমাধানে এক গোল টেবিলে বসেছিলেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। সেই বৈঠকে আলোচিনা সাপেক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের পরদিন থেকেই নগরীতে ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়।

RSS
Follow by Email