বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led02জেলাজুড়েবন্দররাজনীতি

স্মার্ট বন্দর গড়তে রশিদ ভাইকে ভোট দিন: ভিপি বাদল

লাইভ নারায়ণগঞ্জ: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল (ভিপি বাদল) বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছেন। বন্দরকে স্মার্ট করতে প্রয়োজন একজন যোগ্য ব্যক্তি। আর তা হলেন আমাদের রশিদ ভাই। তাই আগামী ৮ মে রশিদ ভাইয়ের দোয়াত-কলম মার্কায় ভোট দিন। রশিদ ভাইয়ের গণসংযোগে, পথসভায়, উঠান বৈঠকে জনগণের অনেক সাড়া পেয়েছি। ইনশাল্লাহ, জননেতা শামীম ওসমান ও সেলিম ওসমানের আশা আকাঙ্খা প্রতিষ্ঠিত হবে। বন্দর উপজেলা স্মার্ট উপজেলায় রূপ নেবে।

রবিবার (৫ মে) বন্দরের মুছাপুর ইউনিয়নের দাশেরগাঁও এলাকায় এক কর্মীসভায় এ কথা বলেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিপি বাদল বলেন, রশিদ ভাই এমপি সেলিম ওসমানের নেতৃত্বে যে উন্নয়নের কাজ করেছেন তা কেউ করতে পারে নি। রশিদ ভাইকে ভোটটি দিলে রাস্তা-ঘাটের উন্নতি হবে। বন্দরবাসীর জীবন আনও সুন্দর হবে। তাই ৮ মে আপনার মূল্যবান ভোটটি রশিদ ভাইকে দিন।

RSS
Follow by Email