শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
ফতুল্লা

স্কুল শিক্ষিকাকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এক স্কুল শিক্ষিকাকে নিয়ে পালিয়েছে ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান। তিনি একইসঙ্গে মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জের মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ে গত কয়েক দিন যাবত এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহিম জানান, কয়েকদিন ধরে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও এক শিক্ষিকাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ মান্নান শিক্ষিকা রোমানা ফৌজিয়া দুলারীকে নিয়ে অজ্ঞাত স্থানে ঘুরতে যায়। বিষয়টি এলাকাবাসী খারাপ দৃষ্টিতে নিয়েছে এবং মিছিল সহকারে স্কুলে এসে আমাদের কাছে বিচার দাবি করেন। পরে খোঁজখবর নিয়ে জানতে পারি তারা দুজনই বিবাহিত। স্বামী-স্ত্রী রেখে তারা উভয়ে পরকীয়ায় আসক্ত হয়েছে।

এদিকে অভিযুক্ত এমএ মান্নান জানান, ওই স্কুল শিক্ষিতার সাথে কিশোর বয়সে প্রেমের সর্ম্পক ছিল। তবে তাঁরা বিয়ে করেনি।

RSS
Follow by Email