বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led05রাজনীতি

সোমবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমাবেশ

স্টফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জে সমাবেশ করবে মাঠের রাজনীতিতে বিরোধী দল বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ থেকে ‘এক দফা দাবি’ করবেন তারা।

ইতোমধ্যেই জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিট সোমবারের এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা কমিটি কর্মসূচিটি বাস্তবায়নে স্থান চূড়ান্ত করেছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সামনের অংশটিকে। আর মহানগর বিএনপি স্থান নির্ধারণ করেছে শহরের মিশনপাড়ায় হোসিয়ারী সমিতির ভবনের সামনে থেকে।

সমাবেশ ও মিছিল থেকে ‘সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি’ তোলা হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, বিকাল ৪টায় কর্মসূচির আয়োজন রেখেছেন তারা। এতে জেলার সকল ইউনিটের নেতাকর্মীরাই উপস্থিত থাকবেন।

RSS
Follow by Email