রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

সোনারগোয়েঁ মশিউর রনির নেতৃত্বে গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৭ ডিসেম্বর) সোনারগাঁয় বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গণসংযোগের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

নেতাকর্মীরা ‘৭ তারিখের নির্বাচন মানি না, আমার মূল্যবান ভোট দেব না’ স্লোগানে ভোটারদের শরণাপন্ন হন ও তাদের নিকট লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে মশিউর রহমান রনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র বাস্তবায়নে আমরা রাজপথে নেমেছি। জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজপথেই থাকবো। বর্তমান সরকার একতরফা ডামি নির্বাচনের আয়োজন করেছে। এখানে বিরোধীদল ক্ষমতাসীন দলের পক্ষেই কাজ করছে। এ নির্বাচনে আপনাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারবেন না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার লক্ষে আমরা কাজ করছি। এতে করে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারবেন, নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবেন।

এসময় তিনি ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার আহবান করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান রনি, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ন আহবায়ক নুরে ইয়াছিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মশিউর রহমান শান্ত, যুগ্ন সম্পাদক জাকারিয়া ভূইয়া, সাবেক সহ সভাপতি শফিক আহমেদ, যুগ্ন আহবায়ক শাহজালাল প্রমুখ।

RSS
Follow by Email