শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

সোনারগাঁ উপজেলা নির্বাচনে জয়ী কালাম-মাছুম-ফরিদা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালাম। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী মাছুম চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী ফরিদা পারভীন।

নির্বাচন কমিশন সূত্রে, চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ৮৩ হাজার ৮৬৮ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে আনারস প্রতীকের প্রার্থী বাবুল হোসেন ওমর বাবু পেয়েছেন ৭৫ হাজার ৭৪৮ ভোট, দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী হায়দার পেয়েছেন ২৮০ ভোট ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম নান্নু পয়েছেন ৩৯৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাছুম চৌধুরী। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে চশমা প্রতীকের প্রার্থী আবুল ফয়েজ শিপন পেয়েছেন ৩১ হাজার ৯১ ভোট, টিউবওয়েল প্রতীকের প্রার্থী এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া পেয়েছেন ১৮ হাজার ৭০৮ ভোট, টিয়া পাখি প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহবুব আলম পেয়েছেন ৩৬ হাজার ৯৪০ ভোট, মাইক প্রতীকের প্রার্থী মো. আজিজুল ইসলাম পেয়েছেন ২০ হাজার ৫৮৬ ভোট ও উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন পেয়েছেন ৮ হাজার ৩৩৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন ফরিদা পারভিন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে সেলাই মেশিন প্রতীকের প্রার্থী এড. নুরজাহান পেয়েছেন ৩৩ হাজার ১৮৬ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী কোহিনূর ইসলাম পেয়েছেন ২০ হাজার ৫৪৬ ভোট, হাঁস প্রতীকের প্রার্থী মাহমুদা আক্তার পেয়েছেন ২৪ হাজার ২৫১ ভোট ও কলস প্রতীকের প্রার্থী হেলেনা আক্তার পেয়েছেন ২৪ হাজার ৩৫০ ভোট।

উল্লেখ্য, ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সোনারগাঁ উপজেলা পরিষদের ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪২ টি ভোট কেন্দ্রের ৯৬২ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্ত ও পোলিং কর্মকর্তা মিলে ৩০২৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।

RSS
Follow by Email