মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Led05জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয় কায়সারের প্রতীক ‘নৌকা’

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ‘নৌকা ’প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামছেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত । সোনারগাঁয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এসময় কায়সার হাসনাতকে ‘নৌকা ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে কায়সার হাসনাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৭ জন প্রার্থী। তারা হলেন, লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), মো. আরিফ (মুক্তিজোট) ও এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র)।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দ দেওয়ার পর (১৮ ডিসেম্বর) থেকেই নির্বাচনী প্রচারণা করতে পারবে প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবশেষে ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

RSS
Follow by Email