শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণে সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

অভিযানে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বটতলা বাজার, মঙ্গলের গাও, বাজার এবং পাঁচআনি ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল থেকে ৩৫ টি ম্যাজিক চাই এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত চাই ও জ্বাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মোস্তাফিজুর রহমান।

RSS
Follow by Email