শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগায়েঁ মেঘনা নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২ টা থেকে সোনারগাঁও উপজেলা মৎস অফিসের উদ্যেগে সহকারী কমিশনার (ভূমি) সহায়তায় গজারিয়ায় মেঘনা নদীর তীরে এ অভিযানপরিচালিত হয়।

অভিযানের নেতৃত্বে দেন সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

এব্যপারে মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, প্রায় ৪ ঘন্টা মোবাইল কোর্ট পরিচালনা শেষে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি), বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ নৌ পুলিশ ফাঁড়ির অন্যন্য সদস্যবৃন্দ। এই সময় মৎস্য অফিসের অন্য সকল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email