শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক, আদালতে প্রেরণ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ‍বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে থেকে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাতরা (ধর্মপুর) এলাকার মৃত মিলনের ছেলে মোঃ লিটন (৩৮)।

পুলিশ জানায়, আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এসময় চট্টগ্রাম হইতে ঢাকা গামী ‘ইতি’ পরিবহনের যাত্রাবাহী একটি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময়ে ঐ যুবককে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় তার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করিয়া আসছিল। আসামী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে

RSS
Follow by Email