মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে সাপের কামড়ে অটোরিকশা চালকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বিষাক্ত সাপের কামড়ে মো. শাকিল (২৬) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক একই এলাকার মুসা মিয়ার ছেলে।

স্থাণীয়রা গণমাধ্যমে জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের একটি ঝোপ থেকে বেরিয়ে আসা বিষধর সাপ হঠাৎ করে শাকিলের পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

RSS
Follow by Email