বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led04আদালতজেলাজুড়েফতুল্লা

সোনারগাঁয়ে সাধন হত্যার ১০বছর পর একজনের যাবজ্জীবন, ২জনের মৃত্যুদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে সাধন মিয়া হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন ও ২জনের মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।রবিবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান ভূইয়া এই রায় ঘোষণা করেন।

সেইসঙ্গে এই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিল। ভিকটিমের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

RSS
Follow by Email