শনিবার, মার্চ ১৫, ২০২৫
Led02Led04Led05রাজনীতি

সোনারগাঁয়ে মাও. মামনুল হককে হেনস্তার মামলায় আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে হেফাজত নেতা মামনুল হককে হেনস্তার মামলায় মামুন ভূঁইয়া (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মামুন সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের মো. ইদ্রিস ভূঁইয়ার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে যুবলীগের রাজনীতিতে জড়িত বলে জানা যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানায়, ২০২১ সালে হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে রয়েল রিসোর্টে স্ত্রীসহ অবকাশ যাপনকালে ষড়যন্ত্রমূলক হেনস্থা ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার মামলায় মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামির সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

RSS
Follow by Email