বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে চাঁদাবাজির চেষ্টায় ৪ যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে গণপরিবহনে চাঁদাবাজির চেষ্টায় গণপিটুনীর শিকার হয়েছেন ৪ যুবক। গণপিটুনীর পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার (১২ অক্টোবর) রাতে তালতলা বৈরাবোর টেক এলাকায় এবং রবিবার (১৩ অক্টোবর) মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকদের নাম হলো মহিউদ্দিন রনি, মো. রায়হান মিয়া, সাইফুল ইসলাম ও মোক্তার হোসেন।

এব্যাপারে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আশিষ কুমার লাইভ নারায়ণগঞ্জকে জানান, শনিবার মহিউদ্দিন রনি ও সাইফুল ইসলাম নামে দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। রবিবার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় গণপিটুনীর শিকার হয় মো. রায়হান মিয়া ও মোক্তার হোসেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, রনি, রায়হান ও মোক্তারের বিরুদ্ধে থানায় একটি করে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিভিন্ন ডাকাতির সাথে তাদের সংযুক্ততা রয়েছে।

RSS
Follow by Email