সোনারগাঁয়ে গলাকাটা যুবকের লাশ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে সোনারগাঁয়ের ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম রতন (৩৮)। তিনি কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। রতন তার স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানান, সকালে খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মফিজুর রহমান বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।