মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
Led04রাজনীতি

সোনারগাঁয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা, নৌকাকে বিজয়ী করার ঘোষনা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেলে মোগরাপাড়া এলাকায় ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, মুক্তিযোদ্ধা ওসমান গণি, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মুজিবুর, এ্যাড. ফজলে রাব্বি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদন হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, জেলা প্রজন্ম লীগের আহ্বায়ক আরমান আহমেদ মেরাজ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব প্রমুখ।

বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতিককে বিজয়ী করার ঘোষনা দেয়া হয়। এছাড়াও আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এসময় সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email