বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led01সদর

সৈয়দপুর থেকে অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় ওই লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন।

ওসি জানান, রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কোমরের দিক থেকে দ্বিখন্ডিত। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশ বস্তাবন্দি করে ফেলে রেখেছে। এছাড়া লাশটি কয়েকদিন আগের মনে হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

লাশের পরিচয় সনাক্ত করার জন্য পিবিআই ও সিআইডির সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

RSS
Follow by Email