শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led02রাজনীতিসদর

সেলিম ওসমানকে জয়ী করতে পূজা উদযাপন পরিষদের অঙ্গিকার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার অঙ্গিকার করেছে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় চাষাড়া অবস্থিত শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই অঙ্গিকার করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সবাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা।

আরও উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশিল দাস, সহ-সভাপতি উত্তম সাহা, লাঙ্গলবন্দ স্নান কমিটির সাবেক সভাপতি পরিতোস কান্ত সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, লাঙ্গলবন্দ স্নান কমিটির সভাপতি সুরুজ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহাসহ আরও অনেক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে শংকর কুমার দে বলেন, ‘শামীম ওসমান এবং সেলিম ওসমানকে নির্বাচনে পাশ করাতে হবে। এজন্য সবাইকে নির্বাচনে অংশ নিয়ে ভোট দিতে হবে। এবারের নির্বাচন চ্যালেঞ্জের। এই নির্বাচনকে নিয়ে দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তাই আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে প্রবীর কুমার সাহা বলেন, ‘আমরা সবাই আজ একমত পোষন করলাম, সবাই সেলিম ওসমান পার্টি। আমরা সবাই একত্রিত হয়ে তার পাশে থাকবো, এটা আমাদের অঙ্গিকার। আমি সেলিম ভাইকে কথা দিয়েছি, আমাদের সম্প্রদায়ের সবাই যাবে ভোট দিতে। সেলিম ভাইয়ের বিকল্প হিসেবে ধারের কাছেও কেউ নাই। আমরা সবাই স্বতঃস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবো এবং ভোট দিবো।’

শিখন সরকার শিপন বলেন, ‘নারায়ণগঞ্জে অসাম্প্রদায়িক একটি পরিবার আছে। নারায়ণগঞ্জ-৫ আসনে সেই পরিবারের এক জন বার বার এমপি হয়েছেন। তিনি হলেন একেএম সেলিম ওসমান। আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যরা তাকে সমর্থন করি। সেলিম ভাই হলেন ব্র্যান্ড, কোন পার্টি না কোন মার্কা না। আমরা সকল সনাতনীরা যদি সেলিম ভাইকে ভোট দিই তবে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে পারবো।’

RSS
Follow by Email