শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থানায় লুটপাট-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৪-৫ হাজার

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ সরকারে পতনের পরই সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনার ২০দিন পর সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থানায় হামলা করে লুটপাট চালান দুর্বৃত্তরা। পরবর্তীতে থানা ভবনে আগুন ধরিয়ে দেন তারা। এরপর থেকে বেশ কয়েকদিন থানা পুলিশের সেবা কার্যক্রম থেকে বঞ্চিত ছিলেন জনসাধারণ।

RSS
Follow by Email