মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
Led04রাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হরতাল পালনকালে কাউন্সিলর ইকবালসহ গ্রেপ্তার ৪

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের হরতালের সমর্থনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মিছিল থেকে সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ সুপার জানান, সকালে সিদ্ধিরগঞ্জ থেকে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন কাউন্সিলর ইকবাল। বাকিদের নাম এখনো জানা যায়নি। বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হবে। তখন নাম পরিচয় বলা যাবে।

এর আগে রোববার (২৯ অক্টোবর) ভোরে সাইনবোর্ডে মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। মিছিলের নেতৃত্বে ছিলেন থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল।

মিছিলটি সাইনবোর্ড এলাকায় শুরু হলে সেখানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ গিয়ে বাধা দেয় এবং সেখান থেকে ৪ জনকে গ্রেপ্তার করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে সেখান থেকে আমাদের একজন কাউন্সিলরসহ ৭ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। জেলাজুড়ে আমাদের কর্মসূচী অব্যাহত আছে।

RSS
Follow by Email