সোমবার, জুলাই ২১, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে লিফটের নিচে থেকে যুবকের লাশ উদ্ধার: আরও ২ আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের নির্মাণাধীন দুতলা ভবনের লিফটের গর্ত থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আরও ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে নিহত যুবকের বাবা শুকুর আলী মামলা দায়ের করেন। এরপর পুলিশের অভিযানে ২ জন আটক করা হয়েছে।

নিহত যুবক হলেন, সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মাকসুদুল হাসান জনি (২৯)।
আটককৃতরা হলেন, একই এলাকার নৈশ প্রহরী আলমগীর হোসেন ও আকাশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহিনূর আলম বলেন, এ ঘটনায় আমরা আরও ২ জনকে আটক করেছি। আমরা জানতে পেরেছি তারা ৫-৭ জন মিলে অত্র এলাকায় চুরি-ছিনতাই করতো। এর মধ্যে নৈশ প্রহরী টাকা ভাগাভাগীর সময় কেউ আসতো কিনা সেটা খেয়াল রাখতো। এমনই সময় চুরির টাকার ভাগ নিয়ে দ্বন্দ শুরু হয়। পরবর্তীতে ওই গ্রুপের কয়েকজন মিলে জনি নামের ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার বিষয়ে নৈশ প্রহরী আমাদের স্বীকারক্তি দিয়েছে। আটককৃতদের কোর্টে প্রেরনের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এনসিসির সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকায় নির্মাণাধীন ভবনে লিফটের গর্ত থেকে জনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে র‌্যাব সদস্যরা আটক করে থানায় সোপর্দ করেছে।

RSS
Follow by Email