শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে যুবক আটক, র‌্যাবের দাবি ‘মাদক ব্যবসায়ী’

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে র‌্যাব-১০। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত যুবকের নাম মামুন মিয়া (৩৬)। সে ফরিদপুর জেলার নগরকান্দা থানার তালমা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ লাখ ৪৪ হাজার টাকা।

র‌্যাব-১০ এর সিনি.সহকারী পুলিশ সুপার এম ফখরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানন, আটককৃত মামুন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ কওে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

RSS
Follow by Email