শনিবার, জুলাই ২৭, ২০২৪
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ভেঙে পড়লো সেতু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের ডিএনডি খালের উপর থাকা ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ভেঙে পড়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাত ৯ টায় এনসিসির ১ নম্বর ওয়ার্ডে হিরাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩-৪ জন পথচারী সেতুর উপর দিয়ে পারাপার হওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় ঘটনাস্থলে উপস্থিত একজন পথচারি লুটিয়ে পড়লে অন্যান্যদের সহযোগিতায় খালে পড়া থেকে রক্ষা পান। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে ভয় সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, এর আগেও এই কাঠের সেতুটি একবার ভেঙ্গে পড়েছিল। তখন তাৎক্ষণিকভাবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে কাঠ-বাঁশ দিয়ে সাময়িকভাবে সেতুটি সংস্কার করা হয়। তবে সংস্কার করা হলেও সেটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই সেতুটি পারাপার হয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, এর আগে সেতুটি আমি নিজের অর্থায়নে করেছিলাম। তবে এবার আমি সিটি কর্পোরেশনে দরখাস্ত করেছি। ইঞ্জিনিয়াররা এসেছেন, আশা করছি অতি দ্রুত সেতুটি সংস্কার করা হবে।

RSS
Follow by Email