সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ভাসুরের কোপে ভাবির হাতের কব্জি বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ভাসুর মানিক মিয়ার ধারালো বটির কোপে সাবিনা (৩৫) নামের এক নারীর হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

ঘটনায় আহত সাবিনা ওই এলাকার ওমর মিয়ার স্ত্রী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়া ও সুমন মিয়ার সঙ্গে ওমর মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মানিক মিয়াসহ দুইজনকে আটক করি। এবিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email