বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমান (৩৫) নামে এক হোশিয়ারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ আগস্ট) রাতে সানারপাড় রহিম মার্কেট বটতলা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত জিয়াউর রহমান শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে। সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার সবুজের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে জিয়াউর রহমানের কাছে এসে হিজবুল নামে যুবক টাকা চায়। জিয়াউর রহমান টাকা দিবে বলে তাকে আশ্বস্ত করেন। এর কিছু সময় পর হিজবুল আরেকজন লোক নিয়ে আসে। জিয়াউর রহমানের সাথে তাদের বাক বিতন্ডা হয়, এক পর্যায়ে তাদের মধ্যে একজন জিয়াউর রহমানের দিকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং কুপিয়ে গুরুতর আহত করে। পরে জিয়াউরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক লাইভ নারায়ণগঞ্জকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।

RSS
Follow by Email