বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বাসে মিললো বোমা সদৃশ্য বস্তু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি বাস থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কক্সবাজারগামী (ঢাকা-মেট্রো ব-১২-২৫৫৫) বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে এটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

ওসি বলেন, বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। তবে এটা আসলেই বোমা কিনা তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না। আমরা বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা তদন্ত করে দেখলে নিশ্চিত হওয়া যাবে।

বাসটির সুপারভাইজার মো: হাসান গণমাধ্যমকে জানান, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী তাদের বাসে উঠেন। পরবর্তী গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে থামিয়ে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় গাড়ির যাত্রী গননা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। একপর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগ সুপারভাইজার সামনে নিয়ে আসতে গিয়ে দেখতেন পান বোমা সদৃশ্য বস্তু রাখা। পরে সে ৯৯৯ এ কল দেন।

RSS
Follow by Email