বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, গিয়াসসহ বিএনপির ৯৩জনের বিরুদ্ধে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ৯৩ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মামলার প্রধান আসামি করে সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিন্টু কুমার বাদী হয়ে নাশকতার মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, বাস পোড়ানোর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, গত রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ ২ নম্বর ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

RSS
Follow by Email