শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয়ে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা উদ্ধারকৃত লাশটি কয়েকদিন পূর্বেও হওয়ায় অনেকটা পচে গেছে। তার বয়স ২০ থেকে ২৫ হতে পারে।

বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫ টা আদমজী কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল জানান, সাবেক প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা বস্তা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয়রা বস্তাটি খুললে একটি নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

RSS
Follow by Email